About Us

ঠাকুরগাঁও জেলার নারী শিক্ষার বৃহত্তম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। ১৯৭৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত এবং ১৯৮৫ সালে জাতীয়করণকৃত এই বিদ্যাপীঠটি উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, স্নাতক (পাস) শ্রেণির বি এ, বি এস এস ও বিএসসি এবং সমাজকর্ম বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স এর কর্মকান্ড নিয়ে বিশাল মহীরুপ ধারন করেছে। জ্ঞান-বিজ্ঞানের বর্তমান মহীরুপে আত্মপ্রকাশ করতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজকে পেরিয়ে আসতে হয়েছে তিন যুগেরও অধিক সময়, ডিঙ্গোতে হয়েছে নানান চড়াই-উৎরাই। নারী শিক্ষার উন্নয়ের চিন্তা থেকে স্থানীয় শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিগনের মহতী উদ্যাগে ১৯৭৬ সালের ২০ অক্টোবর কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন মহুকমা প্রশাসক জনাব মোঃ আফতাব উদ্দীন মন্ডলকে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও প্রখ্যাত রাজনীতি ব্যাক্তিত্ব জনাব মীর্জা রুহুল আমিনকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট্য পরিচালনা পরিষদ গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রখ্যাত রাজনীতি ব্যাক্তিত্ব জনাব আলহাজ্ব ফজলুল করিম, বিশিষ্ট সমাজসেবী জনাব সৈয়দা জাহানারা বেগম, ঠাকুরগাঁও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান জনাব এডভোকেট নুরুল হক, অনারারী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুর রহমান, মাদারগঞ্জ নিবাসী মোহাম্মদপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব আব্দুল গফুর মাষ্টার, জনাব আব্দুল হাকিম, ঠাকুরগাঁও কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল কাশেম সরকার, জনাব ডাক্তার দবির উদ্দীন আহমেদ এবং জনাব হেলাল উদ্দীন আহম্মদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ঠাকুরগাঁও মহিলা কলেজ। কমিটির সুযোগ্য পরিচালনায় ১৯৭৬ সালের ৪ ডিসেম্বর ৩৪ জন ছাত্রী নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রথম শিক্ষাক্রম উদ্ধোধন করেন দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসক জনাব এ টি বারী। ১৯৭৭-১৯৭৮ শিক্ষাবর্ষে ২১ জন ছাত্রী নিয়ে একাদশ শ্রেণির ক্লাশ শুরু হয়। ২৫ ডিসেম্বর ১৯৭৭ কলেজের নিজস্ব ভবন উদ্ধোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার জনাব শফিউল আলম। ১ জুলাই ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। ১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক শ্রেণির বিজ্ঞান এবং স্নাতক (পাস) শ্রেণির বিএসএস ও বিএ কোর্সে চালু করা হয়। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের যোগদানের পর তাঁর সুযোগ্য নেতৃত্বে ও প্রাক্তন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়, জনাব রমেশ চন্দ্র সেন এম পি, সভাপতি, সংসদ বিষয়ক স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয়, এর পরামর্শ ও সার্বিক সহযোগীতায় ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ হতে উচ্চমাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা, ২০১৩-২০১৪ শিক্ষবর্ষ হতে স্নাতক (পাস) শ্রেণিতে বিএসসি কোর্স চালু হয়েছে। সমাজকর্ম, বাংলা, অর্থনীতি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু রয়েছে। এছাড়া ইংরেজী, রসায়ন এবং প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।